শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম সেশনে পাকিস্তানের সংগ্রহ ৭৮, তাইজুলের ২ উইকেট

ক্রীড়া প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২১ ০৭:০২ |আপডেট : ৪ ডিসেম্বর ২০২১ ১৭:৫৬
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান করেছে পাকিস্তান। সফরকারীদের উইকেট দু’টি নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

স্বাচ্ছন্দ্য শুরুর পর ভাঙে পাকিস্তানের ওপেনিং জুটি। আবদুল্লাহ শফিককে (২৫) বোল্ড করার পর আরেক ওপেনার আবিদ আলীকেও (৩৮) বোল্ড করেন তাইজুল। পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে আছেন আজহার আলী (৬) ও অধিনায়ক বাবর আজম (৮)।

শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংস শুরু করে ঠান্ডা মেজাজে এগোতে থাকে সফরকারীরা। ওপেনিংয়েই ৫৯ রানের জুটি গড়েন আবিদ-শফিক। তবে এই দুইজনকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল।

ঢাকা টেস্টে বাংলাদেশ মাঠে নেমেছে একাদশে তিন পরিবর্তন নিয়ে। সাকিব আল হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদকে জায়গা ছেড়ে দিয়েছেন ইয়াসির আলী, সাইফ হাসান ও আবু জায়েদ রাহী।

এই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২১ বছর বয়সী ওপেনার মাহমুদুলের। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান।

এর আগে, চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।



মন্তব্য করুন