শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অনাদৃত অনুভূতি

প্রদীপ্ত মোবারক
৮ ডিসেম্বর ২০২১ ০৮:৫৪ |আপডেট : ৮ ডিসেম্বর ২০২১ ১২:১৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

জলপথ এখন আর ততটা সরল নয়

স্লুইস গেটের বাঁধ- স্রোতের মুখে মুখে।

মাঝে মাঝে যখন গেট খুলেযায়-

কথার প্রবাহে অনুভূতিরা হয় অনাদৃত।

তবু টিকে আছি, আর ঐ প্রবাহে-

জমা রেখেছি মন ও শরীর।

দোহাই কেবলই প্রেমের নয়,

কিছুটা প্রতিশ্রুতিরও বটে।



মন্তব্য করুন