বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রতিদান

প্রদীপ্ত মোবারক
৮ ডিসেম্বর ২০২১ ০৮:৫৭ |আপডেট : ৮ ডিসেম্বর ২০২১ ১৪:৫৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

শীতের সকালে,

কুয়াশা মোড়া সূর্যের কাছে প্রশ্ন রেখেছিলাম-

ভালোবাসা কি?

উত্তরটা ছিলো এরকম-

সকালের নরম আলোয় ঝলসে ওঠা,

ফোঁটা ফোঁটা শিশিরের বিন্দুগুলোই ভালোবাসা ।

 

শরৎএর কোনো এক বিকেলে,

স্রোতস্বিনী নদীর কাছে গিয়ে বললাম-

স্বপ্ন কি?

নদী বললো, তাকাও আমার দিকে

ঐ যে দেখছো, সমস্ত বাধা অতিক্রম করে

সমুদ্রেরদিকে ছুটে যাচ্ছি। এটাই স্বপ্ন ।

 

ঘুমহীন রাতে,

মেঘমুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে জানতে চাইলাম-

সুখ কি?

আকাশ তার বুক দেখিয়ে বললো,

হাজারো তারার ভীড়ে

চাঁদের মিষ্টি হাসিটুকুই সুখ ।

 

ব্যাথাভরা থমথমে সন্ধ্যায়,

তোমায় ভেবে নিজেকে জিজ্ঞেস করলাম আজ-

কষ্ট কি?

ভিতর থেকে বেরিয়ে এলো নিম্নক্ত শব্দ গুলো,

হৃদয় উজাড় করে ভালোবেসে,

বিনিময়ে অবহেলার নামই কষ্ট ।



মন্তব্য করুন