শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মহিলা বিষয়ক অধিদপ্তরে ৫০৪ পদে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১ ১২:৪৩ |আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১ ০৯:৪৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

৫০৪ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। 

পদের নাম : ডে-কেয়ার ইনচার্জ।

পদের সংখ্যা : ২৭ টি।

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে এইচএসসি অথবা এসএসসি পাস। শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র নারী প্রার্থীদের বিবেচনা করা হবে। 

বেতন : ১০,২০০-২৪, ৬৮০ টাকা (১৪ তম গ্রেড)। 

আবেদনের শর্ত : টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, গাইবান্ধা, নেত্রকোনা, জামালপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে সব জেলা থেকে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা : ৬০টি। 

শিক্ষাগত যোগ্যতা

* কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 

* কম্পিউটার ব্যবহারে দক্ষ। 

* প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। 

বেতন : ৯,৩০০-২২, ৪৯০ টাকা (১৬ তম গ্রেড)।

আবেদনের শর্ত : টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, গাইবান্ধা, নেত্রকোনা, জামালপুর জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে সব জেলা থেকে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

পদের নাম : অফিস সহায়ক।

পদের সংখ্যা : ৪১৭টি।

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 

বেতন : ৮,২৫০-২০, ০১০ টাকা (২০ তম গ্রেড)।

আবেদনের শর্ত : ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, জয়পুরহাট, নড়াইল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে সব জেলা থেকে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 



মন্তব্য করুন