শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

স্বপ্নযোগ

প্রদীপ্ত মোবারক
২৬ ডিসেম্বর ২০২১ ১১:৩৩ |আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১ ১৫:১৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

 বড্ড অবুঝ আমার দুটি হাত

 তোমার স্পর্শে আসলে আর সরে যেতে চায় না

 অসহায় আমার দুটি হাত তোমার সময়ের কাছে

 কেননা কিছু সময় পরেই তুমি আবার তৈরি হবে

 নতুন কোনো স্পর্শে তোমাকে ডুবিয়ে দিতে!

 বড্ড অসহায় আমার দুটি হাত, বড্ড অসহায়।



মন্তব্য করুন