শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাবির জনসংযোগ প্রশাসক হিসেবে প্রদীপ কুমার পাণ্ডের দায়িত্ব গ্রহণ

রাবি প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২২ ১১:০৩ |আপডেট : ১১ জানুয়ারি ২০২২ ১৩:২৮
রাবি জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে
রাবি জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক ড. আজিজুর রহমান।

এদিন জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে আগামী তিন বছরের জন্য অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেকে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে রাজশাহীর বাঘা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি ও ১৯৯১ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং ১৯৯৫ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

পরবর্তীতে ২০০০ সালের ১৬ জানুয়ারি একই বিভাগের প্রভাষক হিসেবে তিনি নিয়োগ পান এবং ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। এর মধ্যে ২০১০ সালে ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।



মন্তব্য করুন