শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরা ইউনিভার্সিটির বিবিএ-এমবিএ ৫৭তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২২ ০৮:০৫ |আপডেট : ১৫ জানুয়ারি ২০২২ ১৩:৪৮
উত্তরা ইউনিভার্সিটির বিবিএ এমবিএ ৫৭তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন
উত্তরা ইউনিভার্সিটির বিবিএ এমবিএ ৫৭তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন

উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এর বিবিএ-এমবিএ ৫৭তম ব্যাচ এর ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (১৫ জনুয়ারি ২০২২) উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এর সেমিনার হলে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্কুল অব বিজনেস এর অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও আজ ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীরা স্কুল অব বিজনেস এর অধীনে যে সমস্ত ক্লাব রয়েছে আজ প্রথম দিনই ক্লাবগুলোর সাথে পরিচিতি লাভ করেছে। এছাড়া ক্লাবের কার্যপ্রণালী সম্পর্কে এবং ক্লাবের সদস্য হওয়ার সুযোগ পেয়েছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেস এর ডিন প্রফেসর ড. এএসএম শাহাবুদ্দিন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর