শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নীলফামারী সার্কিট হাউজের আধুনিক ভবনের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২ ১৪:২১ |আপডেট : ১৬ জানুয়ারি ২০২২ ০৩:০৭
নীলফামারী সার্কিট হাউজের আধুনিক ভবনের উদ্বোধন
নীলফামারী সার্কিট হাউজের আধুনিক ভবনের উদ্বোধন

নীলফামারী সার্কিট হাউজের সৌন্দর্যবর্ধন, ডিজিটাল কক্ষ ব্যবস্থাপনা ও কনফারেন্স কক্ষ আধুনিকায়ন, প্রধান ফটকের আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগ ও বাস্তবায়নে জেলা সার্কিট হাউজ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) হাফিজুর রহমান চৌধুরী।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নীলফামারীর নবাগত জেলা প্রশাসক (উপ-সচিব) খন্দকার ইয়াসির আরেফীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকগণ প্রমুখ।

নীলফামারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান জানান, ৪ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে নীলফামারী সার্কিট হাউজের আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর