বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে অদ্ভুত রান আউট দেখল বিশ্ব

ক্রীড়া প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২২ ১৩:২০ |আপডেট : ২৩ জানুয়ারি ২০২২ ০৭:৩৫
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অদ্ভুত রান আউটের সাক্ষী হলো বিপিএল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ মিনিস্টার ঢাকা দলের ব্যাটার আন্দ্রে রাসেল যেভাবে আউট হলেন, তেমন ঘটনা বিশ্ব ক্রিকেটে বিরল।

শেখ মেহেদীর থ্রো প্রথমে ব্যাটিং প্রান্তের স্টাম্পে আঘাত করল। বল স্টাম্পে লেগে চলে এলো বোলিং প্রান্তে। সরাসরি আঘাত করলো স্টাম্পে। একই সঙ্গে দুই রান আউটের আবেদন! প্রথমটি নট আউট হওয়ায় দ্বিতীয়টি দেখা হলো। তাতে রান আউট হলেন আন্দ্রে রাসেল। প্রথমবার এমন অদ্ভুত রান আউট দেখলো ক্রিকেট বিশ্ব!

ঢাকার ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারের খেলা চলছিল। থিসারা পেরেরার ওভারের শেষ বল। পঞ্চম বলে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকানো আন্দ্রে রাসেলকে এবার স্লোয়ার দেন খুলনা টাইগার্সের লঙ্কান পেসার। বলটা শর্ট থার্ড ম্যান অঞ্চলে পাঠিয়ে দিয়ে নির্ভার হয়েই দৌড়াচ্ছিলেন তিনি।
থার্ডম্যানে দাঁড়ানো মেহেদী বল ধরেই থ্রো করেন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্পে, যা ভেঙে দেয় স্ট্যাম্প। কিন্তু বল স্টাম্পে আঘাত করে দিক পরিবর্তন করে চলে যায় নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্পের দিকে। আন্দ্রে রাসেল কিছু বুঝে ওঠার আগেই রানআউট হয়ে যান। অপরপ্রান্তে তাকিয়ে থাকতে থাকতে নিজের উইকেটই হারিয়ে বসেন তিনি। ক্রিকেট ইতিহাসেই এতটা অবিশ্বাস্য আউট আগে কখনো দেখা গেছে কি না সন্দেহ। এক থ্রোয়ে দুই স্ট্যাম্প ভেঙে বিরল রানআউটের জন্ম দেন মেহেদী।



মন্তব্য করুন