বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের নতুন কার্যকরী কমিঠি ঘোষণা

হোসাইন ইকবাল, স্পেন থেকে
২৩ জানুয়ারি ২০২২ ১৪:১২ |আপডেট : ২৩ জানুয়ারি ২০২২ ১৪:৫২
বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের নতুন কার্যকরী কমিঠি ঘোষণা
বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের নতুন কার্যকরী কমিঠি ঘোষণা

বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের নতুন কার্যকরী কমিঠি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটির উদ্যোগে গত ১৯ জানুয়ারি মাদ্রিদের স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের আহ্বায়ক হেমায়েত খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তোতা কাজীর পরিচালানায় অনুষ্ঠিত সভায় বৃহত্তর ফরিদপুরের মাদ্রিদ প্রবাসী এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান আহ্বায়ক হেমায়েত খান সভাপতি হিসেবে মোহাম্মদ নজরুল ইসলাম (ভিপি রানা) এবং  সাধারণ সম্পাদ হিসাবে আব্দুররাজ্জাক শিকদারের নাম ঘোষণা করেন।

পূর্ণাঙ্গ কমিঠি গঠনের জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়ে কমিউনিটি বিনির্মাণে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আক্কাস আলী, আক্তারুজ্জামান, বাবলু মৃধা, টিপু সুলতান, জাহির হুসেন জাকির, কবির হুসেন, ইউনুস আলী, নুরুল ইসলাম,  বিদ্যুৎ কাজী, আব্দুর রাজ্জাক, দীন মোহাম্মদ, আরিফ খান, কাউসার হুসেন, রানা সর্দার সহ সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতিকে স্পেনে প্রবাসীদের জন্য মডেল সামাজিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।



মন্তব্য করুন