বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ফরিদপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২ ১৬:২৯ |আপডেট : ২৫ জানুয়ারি ২০২২ ০৮:২৬
চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মজনু
চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মজনু

চাঁদাবাজি মামলায় ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মজনুকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হামিদ তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৬ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালী থানায় শহীদুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন মো. জাহিদ মোল্লা নামের এক ব্যবসায়ী। গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করে শহীদুলসহ পাঁচ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয়। এর পর থেকে তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

শহীদুল ইসলামের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, উচ্চ আদালতের নির্দেশে গত ছয় সপ্তাহ জামিনে ছিলেন তিনি। মেয়াদ শেষ হলে সোমবার তিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিনের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।



মন্তব্য করুন