‘কবে বিয়ে করছেন?’ সোজাসাপটা উত্তর সোনাক্ষীর

সোনাক্ষী সিনহা
প্রায়শই ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তর সেশন করেন তারকারা, যেখানে ফ্যানেদের নানা কৌতুহলের জবাব দেন তাঁরা। সেরমকই একটি সেশনের পোস্ট করেছিলেন সোনাক্ষী সিনহা। সেখানে তাঁদের প্রিয় নায়িকাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন করেন ফ্যানেরা। সেখানেই সোনার এক ফ্যান জানতে চান কবে বিয়ে করছেন নায়িকা? তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে আগ্রহ প্রকাশ করেন অনেকেই।
শোনা যায় যে অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করেন সোনাক্ষী। তবে এ বিষয়ে কখনই মুখ খোলেননি তিনি। বরং জাহির ইকবালের সঙ্গে তাঁর প্রেমবাহিনির জল্পনা সামনে আসতেই সোনাক্ষী বলেছিলেন যে, সময় হলে তিনিই প্রথম বলবেন, আপাতত নাকি প্রিন্স চার্মিংয়ের অপেক্ষায় রয়েছেন তিনি। বলিউডে একের পর এক অভিনেতা সাত পাকে বাঁধা পড়ছেন তাই সোনাক্ষীকে নিয়েও দানা বাঁধছে প্রশ্ন। তবে যেভাবে ফ্যানের প্রশ্নের উত্তর দিলেন সোনা তা শুনে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।
এক ফ্যান প্রশ্ন করেন সোনাক্ষীকে, সবাই তো বিয়ে করছে, আপনি কবে বিয়ে করবেন? উত্তরে তিনি বলেন, 'সবার তো কোভিড হচ্ছে তাহলে কী আমারও হওয়া উচিত'।
সোনাক্ষীর সেন্স অফ হিউমারের প্রশংসা করেছেন সকলেই। খুব বুদ্ধিমত্তার সঙ্গে অবশ্য বিয়ের প্রশ্নও এড়িয়ে গেছেন তিনি।
বেশ অনেকদিনই বড়পর্দায় দেখা যায়নি তাঁকে। এখন কবে তিনি গাঁটছড়া বাঁধেন সেদিকেই তাকিয়ে তাঁর ফ্যানেরা।
সর্বশেষ খবর
- ছাত্রদলের চামড়া দিয়ে ‘ডুগডুগি’ বাজানো হবে : কুবি শাখা ছাত্রলীগ
- শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রলীগের মানববন্ধন
- পাংশায় অনিবন্ধিত ও নবায়নবিহীন ২টি ক্লিনিক সিলগালা, আরও ২ ক্লিনিককে জরিমানা
- ছাত্রদল ক্যাম্পাসে ঢুকলে শিক্ষার্থীরা আতঙ্কে থাকে : গোলাম কিবরিয়া
- নির্বাচনে পেশি শক্তির মানসিকতা পরিহার করতে হবে : সিইসি
মন্তব্য করুন