বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

জবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২ ১২:৪৮ |আপডেট : ২৬ জানুয়ারি ২০২২ ১৪:৫৯
জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত
জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেএনইউডিএস) কার্যকরী পরিষদ নির্বাচন ২০২১-২০২২ স্থগিত করা হয়েছে। নির্বাচন ২৭ তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কার্যকরী পরিষদ নির্বাচন ২০২১-২২ এর প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর মো. মেফতাহুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র ২০২১-২০২২ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম অনিবার্য কারণবশত আগামী ০৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হলো।

আরও বলা হয়, নির্বাচনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয় ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ আছে। সরকারি বিভিন্ন বিধিনিষেধ মেনে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হলে জানানো হবে।



মন্তব্য করুন