মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সাভার উপজেলার ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সাভার
২৭ জানুয়ারি ২০২২ ১৬:০১ |আপডেট : ২৮ জানুয়ারি ২০২২ ০৪:১২
সাভার উপজেলার ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠান
সাভার উপজেলার ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠান

সাভার উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। এ সময় সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

পঞ্চমধাপে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভার উপজেলার ১১টি ইউনিয়নে এ চেয়ারম্যানবৃন্দ বিজয়ী হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৯ জন এবং স্বতন্ত্র দুজন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে বৃহস্পতিবার শপথ গ্রহণকালে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ছাড়া অন্য ১০ জনকে মুজিব কোট পরিহিত অবস্থায় দেখা গেছে।

সাভার উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ হলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সাভার সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি সোহেল রানা, আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. রকিব আহম্মেদ, কাউন্দিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খান, বনগাঁও ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়নে যুবলীগ নেতা সেলিম মন্ডল, আশুলিয়া ইউনিয়নে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহাব উদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আহাম্মেদ ভূঁইয়া (মাস্টার), শিমুলিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম আজাহারুল ইসলাম সুরুজ ও পাথালিয়া ইউনিয়নে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ দেওয়ান।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের বিপরীতে আনারস প্রতীকে নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা সেলিম মন্ডল এবং কাউন্দিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ নেতা সাইফুল আলম খান ঘোড়া প্রতীকে। এদের মধ্যে সেলিম মন্ডল সাভার উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সাইফুল আলম খান সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।



মন্তব্য করুন