মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২ ০৮:১৫ |আপডেট : ২৯ জানুয়ারি ২০২২ ১৪:৫২
আত্রাইয়ে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক
আত্রাইয়ে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক

নওগাঁর আত্রাইয়ে পুলিশের অভিযানে ৪ জুয়াড়িকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

গত শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয় হয়েছে বলে নিশ্চিত করেছেন আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

আটককৃতরা হলেন- মো. মাহবুবুল তরফদার ওরফে লিটন (৪২), মো. রনি পিয়াদা ওরফে বাবু (৩০), মো. শরিফুল ইসলাম সাজু (৩৩), মো. আব্দুল মান্নান (২৬)।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, আত্রাই থানা পুলিশের বিশেষ একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়াখেলা অবস্থায় ৪ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক সেট তাস, ৩টি গ্যাস লাইট, সিগারেটের প্যাকেট ও ৩২৯০ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন