বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জায়েদের জয় প্রত্যাখ্যান করলেন নিপুন

বিনোদন প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২২ ১১:০২ |আপডেট : ৩০ জানুয়ারি ২০২২ ১১:২২
শুক্রবার শিল্পী সমিতির নির্বাচনের সময় এফডিসিতে চিত্রনায়িকা নিপুন ও চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত
শুক্রবার শিল্পী সমিতির নির্বাচনের সময় এফডিসিতে চিত্রনায়িকা নিপুন ও চিত্রনায়ক জায়েদ খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন-২০২২ এ সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই ফল মেনে নেননি প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুন আক্তার। ভোট পুনঃগণনা চেয়ে আপিল করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

উল্লখ্যে, গতকাল শুক্রবার উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বিকেল ৫টায় ভোট শেষ হলেও প্রায় সারা রাত ভোট গণনা শেষে আজ শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।

২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি পেয়েছেন ১৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পান ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী নিপুন ১৬৩ ভোট পান।



মন্তব্য করুন