শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫৯ |আপডেট : ৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৫
অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে আক্কাস আলীকে জরিমানা। ছবি : ঢাকা ওয়েভ
অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে আক্কাস আলীকে জরিমানা। ছবি : ঢাকা ওয়েভ

পঞ্চগড়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে আক্কাস আলী (৫২) নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাতের আঁধারে চাওয়াই নদীতে গভীর গর্ত করে বালু উত্তোলনকালে দুটি মেশিনসহ আক্কাস আলীকে হাতেনাতে ধরা হয়। এসময় ওই ব্যবসায়ীর থেকে জরিমানার ৫০ হাজার টাকা আদায় করা হয়। আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে চাওয়াই নদীর পাড়ে এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর