শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাঘের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ফিরলেন হায়াত

সাতক্ষীরা প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৪৫ |আপডেট : ৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪০
আবু হায়াত ঢালী। ছবি : ঢাকা ওয়েভ
আবু হায়াত ঢালী। ছবি : ঢাকা ওয়েভ

সুন্দরবনে বাঘের সঙ্গে যুদ্ধ করে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন আবু হায়াত ঢালী নামে এক জেলে। রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দাড়গাঙ বড়খালে অবস্থানকালে বাঘের আক্রমণের শিকার হন তিনি। সোমবার ভোররাতে সহকর্মীরা তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখালি গ্রামের আবু হায়াত (৫০) সুন্দরবনের বাঘের সাথে লড়াই করে জীবন নিয়ে ফিরে এসেছেন।

জানা যায়, ২৯ জানুয়ারি কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাঙ গ্রামের কেরামত সানার ছেলে বাবলু ও একই গ্রামের মৃত আরশাদ গাজীর ছেলে নুর ইসলাম ও ৬ নম্বর রমজাননগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের টেংরাখালি গ্রামের মৃত আহসান ঢালীর ছেলে আবু হায়াত ঢালী এক সঙ্গে মাছ ধরতে সুন্দরবনে যান। সকালে খবর পেয়েছি আবু হায়াত ঢালী বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে লোকালয়ে এনেছে। তিনি বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর