বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় পেছালো অস্ট্রেলিয়ান ওপেন

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২০ ২১:৩০ |আপডেট : ২১ এপ্রিল ২০২১ ০০:২৩
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের আসর
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের আসর

করোনাভাইরাস মহামারির কারণে এবারের অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের আসর পিছিয়েছে। জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও এ আসর মাঠে গড়াবে ৮ ফেব্রুয়ারি থেকে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান আয়োজক ক্রেইগ টিলি এই তথ্য জানিয়েছেন।

এবারের টুর্নামেন্টের কোয়ালিফায়িং রাউন্ড হবে দোহা ও দুবাইয়ে। আগামী ১০ থেকে ১৩ জানুয়ারি এই দুই শহরে পুরুষ ও নারী কোয়ালিফায়িং হবে। ১৫ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবে সব অ্যাথলেট।

অস্ট্রেলিয়ায় গিয়ে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে। তবে অনুশীলনের জন্য বাড়তি সুবিধা পাবেন খেলোয়াড়রা।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এই গ্র্যান্ডস্লাম আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছেন রজার ফেদেরারসহ অন্য সব তারকারা।



মন্তব্য করুন