শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবস হকিতে সেনা ও নৌবাহিনীর জয়

ক্রীড়া প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২০ ১৫:৩৪ |আপডেট : ২৫ এপ্রিল ২০২১ ১৮:০২
মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০২০’। ছবি: সংগৃহীত
মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০২০’। ছবি: সংগৃহীত

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা-২০২০’ এর দ্বিতীয় দিনে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।

গতকাল রোববার (২০ ডিসেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের মধ্যে। এতে সেনাবাহিনী ৭-২ গোলে উঁড়িয়ে দেয় পুলিশকে। সেনাবাহিনীর পক্ষে হ্যাটট্রিক করেন আব্দুল মালেক।

দিনের অপর ম্যাচে। বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গোলে হারায় বাংলাদেশ বিমান বাহিনীকে। নৌবাহিনী জয়ে জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় নৌ বাহিনী। ১৮ মিনিটে সেটি পরিশোধ করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বিমান বাহিনী। আরও দুই গোল খেয়ে টার্ফ ছাড়তে হয় তাদের।

আজ সোমবার কোনো খেলা নেই। আগামীকাল মঙ্গলবার দুপুর দেড়টায় বাংলাদেশ বিমান বাহিনীর মুখোমুখি হবে  বাংলাদেশ পুলিশ। আর বিকেল সাড়ে তিনটায় সোনালী ব্যাংক লড়বে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে।




মন্তব্য করুন