শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভাবনা বাড়ির রঙ

প্রদীপ্ত মোবারক
৫ মার্চ ২০২২ ০৮:২৭ |আপডেট : ৫ মার্চ ২০২২ ১৪:২০
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সাথে সম্পৃক্ত রয়েছেন।

আগুন তোমার পাশে রাখতে চাই একটা রঙ

আচ্ছা কি রাখি বলতো ? ধূসরটা রাখলাম।

তুমি পুড়িয়ে দিলে ছাই হবো তাই।

আকাশ তোমার পাশে রাখলাম সাদা।

কেন বলতে পারো ?

তোমার শরীর জুড়ে মেঘ জমলেই

বৃষ্টি হয়ে ঝরে পড়বো তাই।

খুব ভুল হবে যদি বলি

একাকীত্বের রঙ টা কি জানা নেই!

যেকোনো ঝরা ফুলের পাশেই তোকে ঠাঁই দেই।

একদম ঠিকঠাক লাল রঙের যৌনকে রাখবো তার পাশে?

প্রেমিকের চোখে স্বপ্ন দেখে, যে মানুষটা হাসে।

সবুজ ও সবুজ আমি তোমায় কোথায় রাখি বলো?

বসন্তের শেষ ছোঁয়া কি তোমার মতই ভালো?

প্রেম  শোনো একটু.....তোমাকে রাখবো প্রশান্তির পাশে

যাতে আমার সর্বনাশ নেমে আসে পুরো বারো মাসে।

চুম্বন তোমার পাশে মন চেয়েছে অপ্সরাকে রাখি

যদি তুমি বিষ ও দাও ...তবু তা অমৃত ভেবে মাখি ।

এবার একটু ভারী কথা বলি

মন ভাঙার পাশে কে থাকবে বলো?

নিশ্চয়ই পোড়া কয়লা, পোড়া মন হতেই হবে কালো।



মন্তব্য করুন