শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পরিযায়ী

প্রদীপ্ত মোবারক
২৮ মার্চ ২০২২ ১৬:৫৪ |আপডেট : ২৯ মার্চ ২০২২ ০৭:২২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সাথে সম্পৃক্ত রয়েছেন।

এই শোনো, তুমি নাকি জমিনের কাশফুল

যদি থাকে ঠোঁটে ঠোঁট, সন্ধ্যাটা কি ব‍্যাকুল!

নতুন ওই বিড়ালের চোখে রং বাদামি,

এভাবেই পাল্টাবে রোজ রোজ আগামী।

 

শরীরী গন্ধে বেঁচে থাকে অভিমান

নতুনের স্পর্শ করে যায় অভিযান।

চতুরতা ঢেকে রাখে সময়ের গল্প,

তবু শুধু এখানেই প্রেম খুঁজি অল্প।

 

কালো সাদা ফ্রেমে প্রেম নেই তবু পিছুটান

আলপনা রয়ে গেছে, আলাপন সুনসান।

তোমার ওই এলোচুল মনে ভাসে সোহাগে,

স্মৃতিগুলো বেঁচে থাক প্রিয় কোন বেহাগে।

 

ফুলে হতে প্রজাপতি খেয়ে মধু উড়ে যায়

ইদানিং মানুষের রঙ বোঝা বড়ো দায়।

সুপর্ণা ঋতুহীন- একদম উদ্বায়ী

গল্প তো এখানেই প্রেম তাই পরিযায়ী।

 

স্বপ্নের সড়কে এখন আর নেই ভীড়

চুমুদের ঠিকানা একটাই স্থির।

বারবার নোনা জলে ভিজে আসে এ চোখ,

তুমিহীন কাটে দিন, কি একটা গাঢ় শোক।



মন্তব্য করুন