শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

উজান বৃত্ত

প্রদীপ্ত মোবারক
৮ এপ্রিল ২০২২ ০৯:৩৬ |আপডেট : ৯ এপ্রিল ২০২২ ০৫:৪১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সাথে সম্পৃক্ত রয়েছেন।

জীবনের অন্য একটা নাম বৃত্ত

স্বল্প কিংবা বৃহত্তর সময়ে উপস্থিতি অন্তর্বাসের মতো,

কখনও ঢেকে রাখা আবার কখনো খুলে দেয়া।

এখানকার গভীরতা খোঁজার নামে

প্রায়শই হাত ঢুকে যায় অন্তর্গত নিরবে,

সে হাতের ছোঁয়ায় শব্দগুচ্ছের গায়ে এঁকে দেয়া হয় ক্ষত।

 

অর্থনৈতিকভাবে এখানে

শীত, বর্ষা, হেমন্ত, কিংবা বসন্ত

একেকটা রাতের মূল্যমান একেক রকম।

স্বভাবটাও ঠিক এরকমই

দাম জানা না থাকলেও

দর কষাকষিতেতে খুব উৎসাহ।

 

এখানে দুটো ফুলের একসাথে উজান কিংবা

ভাটির দিকে দিকে ভেসে যাবার নামই লীলা।

কাকভোরে তৃষ্ণা পায়, গোধূলিতে কাম পায়।

স্নানে কিংবা গভীর রাতে জাগে রতি বিসর্জনের বাসনা।

একবার আমিও বাসন্তি রঙা ঠোঁট ছুঁয়েছিলাম

সেই থেকেই আমি শুধু শরীরের গন্ধ পাই।



মন্তব্য করুন