শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক থেকে ঘামের দাগ দূর করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২২ ০৬:২৩ |আপডেট : ২৪ মে ২০২২ ১৪:০৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চলছে তীব্রগরম। আর গরম মানেই শরীরে অতিরিক্ত ঘাম। ঘামের কারণে জামাকাপড়ে চাকা চাকা দাগ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ভাল করে ধুলেই এই দাগ উঠে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে দাগ তোলা কষ্টকর হয়ে যায়। তবে ভাবনার কিছু নেই কয়েকটি ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে এই দাগ দূর করতে পারেন। যেমন-

অ্যাসপিরিন ট্যাবলেট

জামাকাপড় থেকে ঘামের দাগ পরিষ্কার করতে অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। ২-৩টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়া করে দুই টেবিল চামচ পানিতে গুলিয়ে পোশাকে লাগান। টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। তারপর পানিতে ধুয়ে ফেলুন।

খাবার সোডা

আধ কাপ গরম পানিতে ৩-৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের উপর ঢালুন। আলতো করে ঘষুন। তারপর পানিতে ধুয়ে ফেলুন।

লেবুর রস

ভিটামিন সি সমৃদ্ধ লেবু অ্যাসিডিক প্রকৃতির। এটি জামাকাপড়ের দাগ দূর করতে দারুণ কার্যকর। ৪-৫ টেবিল চামচ লেবুর রস আধ কাপ পানিতে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কাপড়ের দাগের উপর ঢেলে এক ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লবণ

গরম পানিতে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে দাগের উপর ঢেলে দিন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন পোশাক।

হাইড্রোজেন পারক্সাইড

হাইড্রোজেন পারক্সাইড ও পানি সমপরিমাণ মিশিয়ে নিন। দাগের জায়গাটা আধ ঘণ্টা এই পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে এই মিশ্রণ রঙিন জামাকাপড়ে ব্যবহার করবেন না।



মন্তব্য করুন