শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছে যেসব অ্যাপ

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২২ ০৫:১৮ |আপডেট : ২৭ মে ২০২২ ১৭:০৭
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নতুন ফিশিং অ্যাটাকের খবর শোনা যাচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাপের মাধ্যমে এই ফিশিং অ্যাটাক করছে হ্যাকাররা।

সম্প্রতি ২০০টিরও বেশি অ্যাপের মধ্যে স্পাইওয়্যারের খোঁজ পেয়েছে বিশেষজ্ঞরা। এর মধ্যে কিছু অ্যাপ এক লাখেরও বেশি বার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে।


গুগল সবাইকে সতর্ক করেছে। পাশাপাশি তাদের প্লে স্টোর থেকেও সরিয়ে নিয়েছে। যদিও থার্ড পার্টি ওয়েবসাইট থেকে .apk ফাইলের মাধ্যমে এই অ্যাপগুলো এখনো অ্যানড্রয়েড ফোনে ইনস্টল করা যায়।

এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কয়েকটি অ্যাপের নাম চলুন জেনে নেই। যা আপনার মোবাইল ফোনে থাকলে এখনই ডিলিট করে দিন-

১। ডেইলি ফিটনেস ওএল : এটি ফিটনেস অ্যাপ। দৈনিক ফিটনেসের জন্য অ্যাপের মধ্যে রয়েছে ইউটিলিটি ও টুল বিভাগ। 

২। পানোরামা ক্যামেরা : স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে এই অ্যাপ ব্যবহার হয়।

৩। ওয়াম ফটো : এটি ফটো এডিটর। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোলাজ তৈরিতে কাজে লাগে এই অ্যাপ।

৪। এনজয় ফটো এডিটর : এটাও একটা ফটো এডিটর অ্যাপ।

৫। ক্রিপ্টো মাইনিং ফার্ম ইউর ওউন কয়েন : এটা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ।

৬। ফটো গেমিং পাজেল: এটা একটা পাজেল গেম।



মন্তব্য করুন