শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছাত্রদল ক্যাম্পাসে ঢুকলে শিক্ষার্থীরা আতঙ্কে থাকে : গোলাম কিবরিয়া

রাবি প্রতিনিধি
২৯ মে ২০২২ ০৯:০৪ |আপডেট : ২৯ মে ২০২২ ১৩:২৯
রাবি শাখা ছাত্রলীগের মানববন্ধন
রাবি শাখা ছাত্রলীগের মানববন্ধন

‘ছাত্রদলের অছাত্ররা যখনি ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা তখন ভয়ে আতঙ্কে থাকে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

রোববার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর ছাত্রদলের ‘হামলা’র প্রতিবাদে রাবি শাখা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। 

গোলাম কিবরিয়া বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্রদলের ক্যাডাররা একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে গণপিটুনি দিয়ে ক্যাম্পাস থেকে বিতারিত করেন। একাত্তরের পরাজিত শক্তি যাদের জনপ্রিয়তা ও ছাত্রত্ব নেই তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না।’

মানববন্ধনে সহ-সভাপতি আমিনুল ইসলাম লিংকন বলেন, ‘দেশ যখন উন্নয়নের মহাসড়কে সেই সময় ছাত্রদলের ‘গুণ্ডাবাহিনী’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য করছে। তারা যদি অরাজকতা করতে চায় তবে তাদের এক ইঞ্চিও ছাড় দেয়া হবে না। শেখ হাসিনার প্রশ্নে আমরা আপোসহীন।’

সাংগঠনিক সম্পাদক এনায়েত রাজু বলেন, ‘করোনা মহামারি শেষে সকল শিক্ষা প্রতিষ্ঠান যখন তাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে তখনই অছাত্র ছাত্রদল অরাজক পরিবেশ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই যেখানেই ছাত্র নামধারী এসব অছাত্রদের পাওয়া যাবে সেখানেই সাধারণ ছাত্রদের নিয়ে ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলবে।’

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় অন্যদের মধ্যে সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়সহ বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।



মন্তব্য করুন