শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

৪০তম বিসিএসে নন-ক্যাডার পদে আবেদন শুরু ২ জুন

অনলাইন ডেস্ক
৩১ মে ২০২২ ০৭:৪৯ |আপডেট : ১ জুন ২০২২ ০৫:৪২
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

৪০তম বাংলাদশে সিভিল সার্ভিসের (বিসিএস) নন-ক্যাডার পদে নিয়োগ দিতে আবেদন চেয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যাঁরা পদ পাননি তাঁদের প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দিতে আবেদন আহ্বান করা হয়েছে।

সোমবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৪০তম বিসিএস-২০১৮ লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতকার্য, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নিএমন প্রার্থীদের কাছ থেকে নন-ক্যাডার পদের জন্য অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা হয়েছে।

আগামী ২ জুন রাত ১২টা থেকে ১৬ জুন রাত ১১টা ৫৯ পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।



মন্তব্য করুন