বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ পেল কাতার বিশ্বকাপের পোস্টার

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২২ ১২:৪৮ |আপডেট : ১৬ জুন ২০২২ ১৭:১৮
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার প্রকাশ করল ফিফা। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে এ পোস্টার উন্মুক্ত করে আয়োজকরা। বুথাইনা আল মুফতাহ নামে কাতারি চিত্র শিল্পী নকশা করেছেন এ পোস্টার।

যেখানে প্রকাশ পেয়েছে বিশ্বকাপ কেন্দ্র করে উন্মাদনা এবং আরব বিশ্বের ভ্রাতৃত্বের বন্ধন। আগের সব বিশ্বকাপে শুধু পোস্টার প্রকাশ করা হলেও এবার খানিকটা ভিন্নতা এনেছে ফিফা। এবার প্রকাশিত হয়েছে সিরিজ আকারে।

মূলত ফুটবলকে ঘিরেই তৈরি করা হয়েছে পোস্টার। যেখানে দেখা যাচ্ছে আরবীয়দের পরা পাগড়ি ছুড়ে দেওয়া হচ্ছে হাওয়ায়, যার একটু ওপর আরবি ভাষায় লেখা 'হাইয়া', যার বাংলা অর্থ হলো 'এসো'। তার ওপর জায়গা পেয়েছে বিশ্বকাপের বল আল রিহলা।

আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে কাতার বিশ্বকাপ।



মন্তব্য করুন