মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সঙ্গীকে যেসব কথা বলবেন না

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২২ ১৫:৫৪ |আপডেট : ১৭ জুন ২০২২ ১৯:৩৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুগলের মধ্যে সততা থাকা জরুরি। কারণ আপনার সততা সঙ্গীর কাছে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। তবে এমন অনেক বিষয় আছে যা সঙ্গীর সঙ্গে শেয়ার করা ঠিক নয়। কারণ যে কথা শুনলে সঙ্গী রাগ হতে পারে, তা না বলাই ভালো। যেমন-

১. নিজের সঙ্গীকে খুব ভালবাসেন বলে এই নয় যে তার পরিবারের প্রতিও আপনার একই অনুভূতি থাকবে। আপনার তাদের পছন্দ না-ই হতে পারে। তবে সে কথা ভুলেও সঙ্গীর সামনে বলবেন না।

২. নতুন সম্পর্কে জড়ালেও অনেক সময় প্রাক্তনকে ভোলা সম্ভব হয়ে ওঠে না। সে কারণে মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে তা প্রোফাইলে চোখ বুলান। নিজের এই অনুভূতি নিজের মধ্যেই রাখুন, সঙ্গীকে জানাবেন না।

৩. বন্ধুদের কোনো গোপন কথা সঙ্গীর সঙ্গে শেয়ার করা ঠিক নয়।

৪. আপনার জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনে হয়তো সঙ্গী কোনো উপহার দিয়েছে কিন্তু আপনার মোটেও পছন্দ হয়নি। এমন হলেও ভুলে তাকে সেকথা বলবেন না। এতে তার মন খারাপ হবে, কষ্ট পাবে।




মন্তব্য করুন