বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাবাদের সম্মান জানাতে গুগলের বিশেষ ডুডল

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২২ ১২:৪৫ |আপডেট : ১৯ জুন ২০২২ ১৫:০৩
গুগল বিশেষ ডুডল
গুগল বিশেষ ডুডল

বিশ্ব বাবা দিবসে সম্মান জানাতে গুগল বিশেষ ডুডল প্রকাশ করেছে। বরাবরের মতো এবারের ডুডলও জিআইএফ দিয়ে তৈরি। এতে দুইটি হাত দিয়ে সুন্দরভাবে একজন বাবা এবং সন্তানের মধ্যে বিশেষ বন্ধনকে উপস্থাপন করা হয়েছে।

মূলত প্রত্যেক বছর জুনের তৃতীয় রোববার বাবাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে বিশ্বব্যাপী বাবা দিবস উদযাপিত হয়। সন্তানকে ছোট থেকে বড় করতে, সংসারের প্রতি দায়িত্ব পালন করতে প্রত্যেক বাবা যেভাবে নিজের জীবনের সবটুকু দিয়ে সবাইকে আগলে রাখেন, মূলত এসবের প্রতি সম্মান জানাতেই পালন করা হয় বাবা দিবস।

একজন বাবা তার সন্তানের প্রাথমিক শিক্ষক, বন্ধু এবং সংসারের অন্যতম কাণ্ডারি। যার ছায়ায় ছোট থেকে একটু একটু করে বেড়ে ওঠে সন্তান। বাবার ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্তানও যাতে ভবিষ্যতে নিজের ছাপ রাখতে পারে সমাজের ওপর, পরিবারের ওপর, সেই চেষ্টা করেন পৃথিবীর প্রায় সব বাবা। তাই বাবা দিবসে জানান আপনার প্রিয় মানুষটিকে শুভেচ্ছা।



মন্তব্য করুন