শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আঘাত

প্রদীপ্ত মোবারক
২৩ জুন ২০২২ ১৫:৪১ |আপডেট : ২৩ জুন ২০২২ ২০:১২
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সাথে সম্পৃক্ত রয়েছেন।

একদিন মিশে যাবো হাওয়ায়

যদি পারো রেখে দিয়ো,

মেঘের গভীরে এক জানলা

ভারহীন বাতাসের স্পর্শ।

 

সন্ধ্যা নামলেই তাকিও

ঐ আকাশের উত্তর প্রান্তে,

দেখবে, ছোপ ছোপ মেঘের পড়ত এড়িয়ে

জ্বলবে তোমার নামে ছোট্ট একটা আলো।

 

কখনো হঠাৎ করে দেখবে

চাপা মাটি আর বাঁশের কঞ্চি ফুঁড়ে

অকস্মাৎ আমি ছুটে এসেছি

তোমার জানলায়, ধুপের গন্ধ নিয়ে।

 

এভাবেই চলে গিয়ে

আবার ফিরে আসা

শুধু- তোমার কাছেই।

অপ্রত্যাশিত আলো আর অন্ধকারে।

 

সত্যি চলে যাবো একদিন

জুনিপোকার মতো একা!

তোমার বসতঘর তোমার কাছে রেখে

চলে যাবো মেঘের জানলায়।

 

যদি আমায় মনেও না থাকে

মন ও শরীর কষ্ট পাবে না তাতে...।



মন্তব্য করুন