মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মাসেতুর উদ্বোধনে ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২২ ১৬:০৩ |আপডেট : ২৪ জুন ২০২২ ১১:২৮
ড. মুহম্মদ ইউনূস
ড. মুহম্মদ ইউনূস

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে সরকার।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২২ জুন) তারা ইউনূস সেন্টারে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। আর তা গ্রহণ করেছে ইউনূস সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রহিমা খাতুন।

আগামী শনিবার (২৫ জুন) পদ্মাসেতু উদ্বোধন করা হবে। এখন এ সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মাওয়া প্রান্তে হবে সুধী সমাবেশ; আর মাদারীপুরের শিবচরে হবে স্মরণকালের বৃহত্তম জনসভা। এসব আয়োজনের প্রস্তুতি ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

এদিকে, এ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির ৭ নেতাকেও আমন্ত্রণ জানিয়েছেন সেতু বিভাগ। আমন্ত্রণকৃতরা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছেন, তার দল আমন্ত্রণ গ্রহণ করেনি।



মন্তব্য করুন