বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ে বাড়ছে মিল চার্জ

রাবি প্রতিনিধি
২৩ জুন ২০২২ ১৭:৫৫ |আপডেট : ২৪ জুন ২০২২ ১০:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলের ডাইনিংগুলোতে খাবারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার (১৯ জুন) প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ও রাতের খাবারের মিল চার্জ ৪টাকা করে বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই মূল্য কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী মহল।

অধ্যাপক ফেরদৌসী মহল বলেন, ডাইনিং পরিচালকরা দীর্ঘদিন থেকে খাবারের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছে। আর ইদানিং যেহেতু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেই বিবেচনায় আমরা হলের সমস্যাগুলো নিয়ে প্রাধ্যক্ষ পরিষদের সভা করেছি। সেই সভায় প্রতি বেলা ৪ টাকা করে মিল চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, দাম বাড়ানোর বিষয়ে আমরা ডাইনিং পরিচালকদেরকে একটা শর্ত দিয়েছি। দামের সাথে সাথে খাবারের মানও বাড়াতে হবে। সাত দিনের একটি খাবার মেন্যু করতে হবে। সেই মেন্যু অনুযায়ী একেক দিন একেক ধরনের খাবার পরিবেশন করা হবে। তবে মাছ, মাংস, ডিম কমন থাকবে।



মন্তব্য করুন