মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ সিরিজ জিততে চান সাকিব

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২২ ১২:২২ |আপডেট : ২৮ জুন ২০২২ ১৮:১৬
পুরোনো ছবি
পুরোনো ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিন বাংলাদেশের দেওয়া ১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন ওভারেই ১০ উইকেট হাতে রেখে জিতলো স্বাগতিক দল। একই সঙ্গে বাংলাদেশ স্বাদ পায় শততম টেস্ট হারের।

যদিও ওয়েস্ট ইন্ডিজের মাঠে টাইগারদের নিয়ে কেউ উচ্চাশা দেখায়নি। বাংলাদেশের সাম্প্রতিক যেই পারফরম্যান্স, তাতে এই হার অনুমেয়ই ছিল। তবে টেস্টে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ অধিনায়কের আশা, টি-টোয়েন্টি সিরিজে ভালো করবেন তারা। 

২০১৮ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্নাঙ্গ সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। টেস্টে হোয়াইটওয়াশ হলেও সেবার সাদা বলের দুটো সিরিজই জিতেছিল টাইগাররা। তাই রঙিন পোশাকে বাংলাদেশকে নিয়ে আশা করাই যায়। সেন্ট লুসিয়া টেস্ট শেষের পর সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, আমাদের অবশ্যই অনেক জায়গা আছে উন্নতির। তবে দলগতভাবে খেলতে পারলে আমাদের টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বছর অক্টোবরে বসছে টি২০ বিশ্বকাপের অষ্টম আসর। তাই বিশ্বকাপের প্রস্তুতি নিতে এই সিরিজ ভালো করতে চায় বাংলাদেশ। সাকিব বলেন, আমাদের যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ এ সিরিজ। এরপর এশিয়া কাপ খেলব, তার পরই বিশ্বকাপ। সে দিক থেকে সময় নেই। খুবই গুরুত্বপূর্ণ।

টি২০ বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে বাংলাদেশ অংশ নিবে এশিয়া কাপে। তাই এশিয়া কাপে ভালো করতে হলেও এই সিরিজে ভালো করতে চান সাকিব, 'ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সঙ্গে খেলাটা বড় চ্যালেঞ্জ। এখানে ভালো করতে পারলে শ্রীলঙ্কায় এশিয়া কাপে খুব ভালোভাবে কাজে আসবে এ মানসিকতাটা, আত্মবিশ্বাসটা। আমরা জানি এশিয়া কাপ খুবই কঠিন হবে, যেখানে ভারত-পাকিস্তান আছে, এমনকি আফগানিস্তানও এশিয়ার ভালো একটা দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে খুবই ভালো খেলছে।'

তিন সংস্করণে তিন অধিনায়কের বাংলাদেশ দল বলে টি২০ সিরিজের দায়িত্বটা এখন মাহমুদউল্লাহর। আগামী ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।



মন্তব্য করুন