শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শতভাগ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বসছে তুরাগ পাড়ের স্থায়ী পশুর হাট

নিজস্ব প্রতিবেদক, সাভার
৩ জুলাই ২০২২ ১৭:৪৭ |আপডেট : ৩ জুলাই ২০২২ ২২:৫০
তুরাগ পাড়ের স্থায়ী পশুর হাট
তুরাগ পাড়ের স্থায়ী পশুর হাট

আগামী ১০ জুলাই অর্থাৎ জিলহজ্জ মাসের ১০ তারিখে বাংলাদেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর এ উপলক্ষে সাভারের আশুলিয়ায় মঙ্গলবার (৫ জুলাই) শুরু হতে যাচ্ছে স্থায়ী পশুর হাট। যেখানে মানা হয়েছে কোভিড-১৯ প্রতিরোধক সকল স্বাস্থ্যবিধি।

সরেজমিনে হাট ঘুরে দেখা যায়,স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি হাটে থাকছে পশু ব্যবসায়ীদের থাকা খাওয়ার ও নিরাপত্তার ব্যবস্থা, জালটাকা সনাক্ত করার মেশিন ও রয়েছে হাটে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে, বৃষ্টি থেকে ক্রেতা বিক্রেতাদের নিরাপদে রাখতে ছাউনীসহ আরও নানাধরনের সুযোগ-সুবিধা।

সাভার উপজেলা প্রশাসন এবছরের ঈদে শিল্পাঞ্চল আশুলিয়ায় যে কয়টি পশুর হাটের অনুমোদন দিয়েছে এর মধ্যে ক্রেতা বিক্রেতাদের সুযোগ-সুবিধার দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে আশুলিয়ার তুরাগের পাড়ের স্থায়ী এই পশুর হাট।

ইজারাদার মো. নজরুল ইসলাম মুন্সী গণমাধ্যমকে জানান, আমরা সরকারি সকল নির্দেশনা মেনে হাট পরিচালনার প্রস্তুতি নিয়েছি। মাস্ক ছাড়া হাটে প্রবেশ নিষেধ, হাটে ঢুকলেই জীবাণুনাশক দিয়ে হাত স্যানিটাইজ করে ঢুকতে হবে।

তিনি আরও বলেন এ ছাড়া হাটে দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে আসা ব্যবসায়ীদের জন্য থাকা-খাওয়াসহ শতভাগ নিরাপত্তার ও ব্যবস্থা করা হয়েছে।

হাট কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। গতবারের তুলনায় এবার সুযোগ-সুবিধা বেশি হওয়ায় ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি ও বেচা-কেনা আরও বাড়বে বলে আশাবাদী উক্ত হাট কর্তৃপক্ষ।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর