শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২২ ১৯:১৩ |আপডেট : ৫ জুলাই ২০২২ ১০:২২
গাজী আনিস।
গাজী আনিস।

ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নিজের গায়ে আগুন দিয়েছেন এক ঠিকাদার।

প্রত্যক্ষদর্শীরা তার আগুন নিভিয়ে তাকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে। তার দেহের ৮০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গাজী আনিস (৫০) নামে এই ব্যক্তির বাড়ি কুষ্টিয়ায়। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। এখন তিনি ঠিকাদারি করেন।

একটি কোম্পানির কাছ থেকে পাওনা কোটি টাকা না পেয়ে ক্ষোভ থেকে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তাদের দেওয়া বর্ণনা অনুযায়ী, সোমবার বিকাল ৫টার দিকে প্রেস ক্লাবের ফটকের ভেতরে খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।

শুয়ে থাকা ওই ব্যক্তির গায়ে আগুন জ্বলছে দেখে আশপাশ থেকে সবাই ছুটে যান। তারা পানি ঢেলে আগুন নেভান। তবে ততক্ষণে তার গায়ের পোশাক সম্পূর্ণ পুড়ে যায়।

আনিসকে বার্ন ইনস্টিটিউটে নেওয়ার সময় ছিলেন মো. আলী নামে এক সংবাদকর্মী।

তিনি বলেন, তার সঙ্গে একটু কথা হয়েছিল। তিনি বলেছেন, একটি কোম্পানির কাছ থেকে তিনি ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। ওই কোম্পানি তা দিচ্ছে না। পাওনা পেতে তিনি এর আগে মানববন্ধন করেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। তাই তিনি নিজের গায়ে আগুন দেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আনিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে।

আনিসের মুখ মণ্ডলসহ শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকদের উদ্ধৃত করে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর