বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নের নির্বাচিতরা

নীলফামারী প্রতিনিধি
৫ জুলাই ২০২২ ০৯:৩৫ |আপডেট : ৫ জুলাই ২০২২ ১৩:১০
শপথ নিলেন নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নের নির্বাচিতরা
শপথ নিলেন নীলফামারীর খোকশাবাড়ী ইউনিয়নের নির্বাচিতরা

নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে পরিষদ নির্বাচনে নির্বাচিতরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। খোকশাবাড়ী ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান প্রশান্ত রায় (নৌকা) কে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং সাধারণ ও সংরক্ষিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধানসহ আরো অনেকে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

আজাহারুল ইসলাম বলেন, গত ১৫ জুন ইভিএমের মাধ্যমে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, খোকশাবাড়ী ইউনিয়নে ২০১১ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নীলফামারী পৌরসভার সাথে সীমানা জটিলতার মামলা থাকায় এতদিন ভোট অনুষ্ঠিত হয়নি এই ইউনিয়নে।



মন্তব্য করুন