শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
৫ জুলাই ২০২২ ১১:০৮ |আপডেট : ৫ জুলাই ২০২২ ১৬:২৮
দণ্ডপ্রাপ্ত  আসামি
দণ্ডপ্রাপ্ত আসামি

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় দুই আসামি মেহেদি হাসান রুবেল ও ফয়েজ আহম্মদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

মামলার অপর আসামি সিএনজি চালক মো. সাগর নিরাপরাধ হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি রুবেল ও ফয়েজ টাকার জন্য পরিকল্পিতভাবে আলমগীরকে হত্যা করেন। তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। ঘটনার পর থেকেই ফয়েজ পলাতক। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত রুবেল ও খালাসপ্রাপ্ত সাগর আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলি গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে ও ফয়েজ একই এলাকার আবদুল্লাহর ছেলে। রুবেল ও ফয়েজ সম্পর্কে চাচাতো ভাই।

মামলার বাদী ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, আমি বড় ভাই হারিয়েছি। বাবার মতো তিনি আমাদের আগলে রেখেছিলেন। কিন্তু আসামিরা তাকে মেরে ফেলেছে। আমি এ রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর