বুধবার, ৬ নভেম্বর ২০২৪ | ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জীবন ও সম্পর্ক

প্রদীপ্ত মোবারক
১৩ জুলাই ২০২২ ০৫:০৭ |আপডেট : ১৩ জুলাই ২০২২ ২০:১৩
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক

কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।

সরলতা মানুষ আর জীবনের পরিসর

এখানে কতোইনা নির্বিকল্প কথা স্মৃতি জমা থাকে।

কত কত অন্ধ আবেগ জড়িত ভালোবাসা,

রান্নার হাঁড়ির পোড়া দাগ, একটা সময় স্বার্থের কাছে সবটাই জীর্ণ!

 

মিথ্যা আবেগের আগল খুলে গিয়ে ভেঙে যায়-

মায়ার কারুকাজ অঙ্কিত কাঁচের প্লেট।

তবু নাকে আসে একটাই মায়াবী আদুরে গন্ধ!

বাস্তব হয়েই জমে থাকবে, শুধু গতকাল রাত্রী অবধি নয়।

 

এরকম সরলতার প্রতিটি টুকরোর অসমাপ্ত-

আলোরেখা জানে,

ঠিক কতখানি ভালোবাসা আর নির্লোভ আবেগের-

ঘনত্ব দিয়ে লেখা হয় জীবন ও সম্পর্ক।



মন্তব্য করুন