শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা হবে: ডাইভার্স এশিয়া

জাবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২ ১৩:২১ |আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১৫:১৬
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সভা অনুষ্ঠিত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সভা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়ক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত সংগঠন ডাইভার্স এশিয়া।

বুধবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সভা কক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক পরিবেশ গড়ে তোলাসহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের উপায় এবং পদক্ষেপ গ্রহণের ওপর আলোচনা করেন।

এই সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের তাদের নানা ধরনের অভিজ্ঞতা, অসুবিধা ও অসঙ্গতি কথা তুলে ধরেন।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র বলেন, আমরা আজ প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি। শিক্ষা প্রতিষ্ঠানকে খুব শীঘ্রই প্রতিবন্ধীবান্ধব করে গড়ে তোলা হবে।

ড. বিশ্বজিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সূচনা ফাইন্ডেশনের উপদেষ্টা ডা. মাজহারুল মান্নান, বুয়েটের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ড. মো. জরেজ মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের আইআইটি বিভাগের পরিচালক এবং ডাইভার্স এশিয়া'র জাবি শাখার প্রধান অধ্যাপক ড. এম শামীম কায়সার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের আইআইটির শিক্ষক ড. শামীম আল মামুন প্রমুখ।



মন্তব্য করুন