বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪১ |আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১২:১৩
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। পুরোনো ছবি
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। পুরোনো ছবি

শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ের সময় এ কথা জানিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। কারণ প্রায় ৫০ জন ছেলে ঘর ছাড়া হয়েছে। তারা তাদের বাড়িঘর ত্যাগ করেছে। তারা কোথায় ট্রেনিং করেছে আমরা জানি না। খোঁজ খবর নেওয়া হচ্ছে। সে কারণে জঙ্গি হামলার আশঙ্কা থাকায় আমরা সকল রকমের প্রস্তুতি নিয়েছি।

তিনি আরও বলেন, সারা দেশের সকল জেলার এসপি ও পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মিটিং করা হয়েছে। তাদেরও বিষয়টি জানিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।



মন্তব্য করুন