শেষ ১০ মিনিটে ৪ গোল
ছবি : সংগৃহীত
শুরুতে কোনও দল গোলের দেখা পেলো না। সব উত্তেজনা জমা ছিল শেষ ১০ মিনিটে। শেষ কোয়ার্টারে ৪ গোল দেখলো মওলানা ভাসানী স্টেডিয়ামের দর্শকরা। তাতে হকি চ্যাম্পিয়নস ট্রফিতে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা ৩-১ গোলে হারিয়েছে রূপায়ন সিটি কুমিল্লাকে।
আজ (বুধবার) ম্যাচের শুরু থেকে ৫টি পেনাল্টি কর্নার পেয়েও রূপায়ন সিটি কুমিল্লা লক্ষ্যভেদ করতে পারেনি। তাদের একের পর এক প্রচেষ্টা গোলকিপার বিপ্লব কুজুর প্রতিহত করেন।
৫০ মিনিটে একমাত্র সুযোগ কাজে লাগিয়ে ধারার বিপরীতে সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে এগিয়ে নেন তানজীম আহমেদ। শুটিং সার্কেলের বাইরে থেকে তপুর হিট থেকে স্টিক ছুঁইয়ে গোল করেন তানজীম।
৪ মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে গোল পেয়ে রূপায়ন কুমিল্লাতে স্বস্তি। কিম সুং ইয়োবের লক্ষ্যভেদে ম্যাচে ফেরে তারা।
৫৭ মিনিটে আবারও এগিয়ে যায় খুলনা। অস্ট্রিয়ান মরিস ফ্রে অসাধারণ রিভার্স হিটে খুলনার লিড পুনরুদ্ধার করেন। পরের মিনিটে ফের গোল করেন মরিস। এবার তাকে সহায়তা করেন আজফার ইয়াকুব।
শেষ মিনিট পর্যন্ত ৩-১ স্কোরলাইন রেখে টার্ফ ছেড়েছে খুলনা। ৮ ম্যাচে তাদের ৯ পয়েন্ট। রূপায়নের সমান ম্যাচে ১৩ পয়েন্ট।
মন্তব্য করুন