বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২ ০৮:২১ |আপডেট : ২৪ নভেম্বর ২০২২ ১৬:২৫
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০- এ পদসংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০- এ পদসংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০- এ পদসংখ্যা বৃদ্ধির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১টা গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রার্থীরা বলেন, ৫৮ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। প্রচলিত নিয়মানুযায়ী মোট ভাইভা প্রার্থী হতে প্রতি ৩ জনের ১ জন প্রার্থীকে নিয়োগ দিতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির ৯ নম্বর ধারা অনুযায়ী সকল শূন্য পদের বিপরীত নিয়োগ দিতে হবে।

তারা আরও বলেন, যদি দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে। ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলার ৭ উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রার্থী।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর