বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২২ ১১:৩৭ |আপডেট : ২৫ নভেম্বর ২০২২ ১২:০১
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন । ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন । ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত হয়েছে। ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে যাওয়ার কথা ছিল। সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুক তাকেইয়ের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠক শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর জাপান সফর পেছানোর কথা নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর পেছাচ্ছে। সফরে দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনো সুরাহা হয়নি। আলোচনা চলছে।

এদিকে, গত এক সপ্তাহে জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে দৈনিক ১০ হাজার ছাড়িয়ে গেছে। সফর স্থগিতের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

পরররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এ বছরে প্রধানমন্ত্রীর জাপান সফর হওয়ার সম্ভাবনা কম। আগামী বছরের শুরুতে এ সফর হতে পারে।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর