শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে পুলিশ ইন্সপেক্টরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২২ ১২:১৪ |আপডেট : ৪ ডিসেম্বর ২০২২ ১৩:৩৫
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আল আমিন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আল আমিন।

দিনাজপুরের বিরামপুর সার্কেল অফিসের ইন্সপেক্টর শাকিলা পারভীনের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে ক্ষমতার অপব্যবহার, জায়গা দখল ও আর্থিক ক্ষতিসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে হাকিমপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেতার দেবর আল আমিন। তবে ইন্সপেক্টর শাকিলা পারভীনের দাবি, তার স্বামী মারা যাওয়ায় সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা করছে স্বামীর বাড়ির লোকজন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল আমিন সরকার বলেন, বিরামপুর সার্কেল অফিসের পুলিশ ইন্সপেক্টর শাকিলা পারভীন আমার মৃত ভাইয়ের স্ত্রী। তিনি দিনাজপুর জেলার নাগরিক হয়ে এই জেলায় গত ১৬-১৭ বছর ধরে চাকরি করছেন। আমি গত ৯ অক্টোবর ভারত থেকে ফিরে এসে দেখি শাকিলা আমার ১৫ শতাংশ জমি অবৈধভাবে দখলে নিয়ে আম বাগান করেছেন। আমাদের যৌথ ইটভাটা বন্ধ করে অন্যকে ভাড়া দিয়েছেন এবং আমার বৃদ্ধা মা আনোয়ারা বেগম ইটভাটার অংশীদার। তা সত্বেও ইটভাটা লিখে দেওয়ার জন্য ভয়ভীতি ও চাপ সৃষ্টি করছেন। আমি আশঙ্কা প্রকাশ করছি, ঢাকায় আমাদের যৌথ নামে কেনা ফ্ল্যাটটি এবং আমার নিজের নামে থাকা জমি শাকিলা ও তার ছেলে যেকোন সময় আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে দলিলে স্বাক্ষর করে নিতে পারেন

তিনি আরও বলেন, শাকিলা পারভীন ও তার ছেলের এসব অবৈধ, বেআইনী হস্তক্ষেপ ও কর্মকাণ্ডের বিরুদ্ধে দিনাজপুর পুলিশ সুপার এবং রংপুর রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ করেছি। এরই প্রেক্ষিতে বিরামপুর সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপারকে তদন্তের জন্য দায়িত্ব দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার তার অফিসে কর্মরত ইন্সপেক্টর শাকিলার পক্ষ নিয়ে আমাদের হয়রারি করছেন।

এ কারণে আমি সংবাদ সম্মেলণের মাধ্যমে বিরামপুর সার্কেলকে দেওয়া তদন্তভার অন্য জেলার কোন পুলিশ কর্মকর্তাকে দেওয়াসহ এই জেলা থেকে শাকিলা পারভীনকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শাকিলা এই জেলায় দীর্ঘদিন ধরে চাকরি করার কারণে এলাকায় যথেষ্ট প্রভাব বিস্তার করেছেন। একারণে তিনি আমাকে এবং আমার পরিবারের নামে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে বিরামপুর সার্কেলে কর্মরত ইন্সপেক্টর শাকিলা পারভীন বলেন, আমার বিরুদ্ধে রংপুর ডিআইজির নিকট তারা লিখিত অভিযোগ করেছে, তদন্ত চলছে। আমার স্বামী কয়েক বছর হলো মারা গেছেন। আমার এতিম দুই সন্তানের সম্পত্তি আত্মসাতে পায়তারা করছেন তারা



মন্তব্য করুন