বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোরিয়াকে উড়িয়ে শেষ আটে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২২ ০১:৫১ |আপডেট : ৬ ডিসেম্বর ২০২২ ১৪:০৩
কোরিয়াকে উড়িয়ে শেষ আটে ব্রাজিল
কোরিয়াকে উড়িয়ে শেষ আটে ব্রাজিল

শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় পেলে ব্রাজিল। প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোল পায়নি। তাতে সমস‌্যা হয়নি। কোরিয়া উল্টো পরাজয়ের ব‌্যবধান কমিয়েছে। এক গোল শোধ দিয়েছে।

সহজতম জয়ে ব্রাজিল প্রি কোয়ার্টার পেরিয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

৭৬ মিনিটে প্রথম গোল পেল কোরিয়া। ফ্রি কিক থেকে বল ফিরে পাওয়ার পর পাইক সিনওগোহ দূরপাল্লার শটে অ‌্যালিসন বেকারকে বাকরুদ্ধ করে দেন। ভলিতে বল নামিয়ে বাঁ পায়ের জোড়ালো শটে রক্ষণ ভাঙেন সিনওগোহ। বিশ্বকাপের অন‌্যতম সেরা গোল হিসেবে এটা বিবেচিত হবে। কোরিয়ার সমর্থকরা এই গোলের পর উল্লাস করেছে। ব্রাজিলের সমর্থকরাও হাতে তালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন।  

প্রথমার্ধে চার গোল করা ব্রাজিল দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণ অব‌্যাহত রেখেছে। তবে এখনও খুঁজে পায়নি জাল। বিশেষ করে রাফিনিয়া গোলের দুটি সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু কোরিয়ার গোল রক্ষক কিম সিং গুই তার দুটি শটই আটকে দেন।  




মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর