শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপ নারী ক্রিকেট দলের কোচ নিযুক্ত হলেন জাবি শিক্ষার্থী ফাতেমা

জাবি প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০২২ ১১:৩৯ |আপডেট : ৬ ডিসেম্বর ২০২২ ১৮:১৬
জাবির সাবেক শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা।
জাবির সাবেক শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা।

মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দলের কোচ নিযুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৩৩ তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার এই সাফল্যে আনন্দিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রত্নতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস  উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের বিভাগের বড় আপু একটা দেশের নারী ক্রিকেট দলের কোচ নিযুক্ত হয়েছে এটা আমাদের জন্য গর্বের। বিভাগের কেউ যখন ভালো অবস্থানে আছে জানতে পারি তখন নিজের ভিতর ভালো কিছু করা অনুপ্রেরণা পাই, আশা সঞ্চারিত হয়।

এদিকে ফাতেমা তুজ জোহরা মালদ্বীপে কোচ হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম। 

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বিদেশি একটি জাতীয় দলের কোচ পদে নিয়োগ পাওয়া সম্মান ও গৌরবের। ফাতেমার এ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ও পরিচিতি বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত।উপাচার্য তার অভিনন্দন বার্তায় ফাতেমা তুজ জোহরার অব্যাহত সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ফাতেমা তুজ জোহরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নারী ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।



মন্তব্য করুন