শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ হলের সংঘর্ষ, গুরুতর আহত ১

জাবি প্রতিনিধি
৬ ডিসেম্বর ২০২২ ১৪:০৩ |আপডেট : ৬ ডিসেম্বর ২০২২ ১৬:৪৪
জাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে
জাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে আ ফ ম কামাল উদ্দীন হল এবং মওলানা ভাসানী হলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। এ ঘটনায় কামাল উদ্দিন হলের ৫০ তম ব্যাচের এক শিক্ষার্থীর দাত ভেঙে গেছে। আহত শিক্ষার্থী অর্পণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (৭ টা ৫০ মিনিট) দুই হলের সংঘর্ষ চলছে।


ছবি: গুরুতর আহত শিক্ষার্থী অর্পণ

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় আ ফ ম কামাল উদ্দীন হল এবং মওলানা ভাসানী হলের মধ্যাকার খেলা চলাকালীন অফসাইড দেওয়াকে কেন্দ্র করে দুই হলের খেলোয়াড়রা বিবাদে জড়ায়। পরে দুই হলের দর্শকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ফিরোজ উল হাসান বলেন, বিকেলে খেলাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীরা বিবাদে জড়ায়। আমরা হল দুটির সিনিয়র শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি।



মন্তব্য করুন