শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯৫

অনলাইন ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৪৪ |আপডেট : ৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৫
ভূমিকম্পে ওসমানিয়ে প্রদেশের ৩৪টি ভবন বিধ্বস্ত হয়েছে
ভূমিকম্পে ওসমানিয়ে প্রদেশের ৩৪টি ভবন বিধ্বস্ত হয়েছে

তুরস্কের দক্ষিণাঞ্চলের ওসমানিয়ে প্রদেশে এক শক্তিশালী ভূমিকম্পে ৯৫ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির গভর্নর এরদিনক ইয়েলমাজ জানিয়েছেন, ওই ভূমিকম্পে সেখানকার ৩৪টি ভবন বিধ্বস্ত হয়েছে।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

এদিকে, এ ভূমিকম্পের ১১ মিনিট পর তুরস্কের মধ্যাঞ্চলে একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর এর গভীরতা ছিল ৯ দশমিক ৯ কিলোমিটার।



মন্তব্য করুন