শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নতুন ফিচার নিয়ে আসছে টিকটক

অনলাইন ডেস্ক
৩ মার্চ ২০২৩ ১৮:০২ |আপডেট : ৪ মার্চ ২০২৩ ০৮:২৫
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটক কিশোর-কিশোরী, পরিবার এবং বৃহত্তর সম্প্রদায়ের জন্য বড় পরিসরে নতুন ফিচার আনতে যাচ্ছে।

প্ল্যাটফর্মটি কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের জন্য নতুন ডিফল্ট সেটিংস চালু করছে। পাশাপাশি এর স্ক্রিন টাইম টুলে আরও কাস্টম অপশন যুক্ত করছে। এছাড়া ফ্যামিলি পিয়ারিং ফিচারেও অভিভাবকদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করছে।

আগামী সপ্তাহ থেকে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীর প্রতিটি অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ৬০ মিনিটের জন্য দৈনিক স্ক্রিন টাইম লিমিট সেট করা হবে। বোস্টন চিলড্রেনস হাসপাতালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এবং সম্প্রতি গবেষণা করা অ্যাকাডেমিক রিসার্চ বিবেচনা করে এই লিমিটটি নির্ধারণ করা হয়েছে।

এক্ষেত্রে অ্যাপে যখন ৬০ মিনিটের সীমা পূর্ণ হয়ে যাবে, তখন কিশোর-কিশোরীদের অ্যাপটি ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য একটি পাসকোড লিখতে অনুরোধ করা হবে। তখন সময় বাড়ানোর জন্য তাদের সক্রিয় সিদ্ধান্ত নিতে হবে। আরও তথ্যের জন্য টিকটকের সেফটি সেন্টার ভিজিট করার অনুরোধ করা হয়েছে।



মন্তব্য করুন